কলম-বাজ কবিরা
লিখে যায় সারাদিন কি সব...
আলতু ফালতু চটকদার...
বিজ্ঞাপন যেন...
সাময়িক আনন্দ...
যেন এ গোপাল ভাড়!
কবিতা কি কোন বস্তু?
ব্যবহার করে একবার, ছুড়ে,
দুরে ফেলে দেবে, পতিতার মত?
ভাড়া করা শব্দের ভাঁড়
লিখবে বল কত আর,কত?
তোমাদের দেই ধিক্কার।
তবু তুমি যত-শত
ছাই পাশ লিখে যাও
রবি ঠাকুরের মাথা খাও!
এবার থামাও ।
ঘৃনার থুথু আর
তাচ্ছিল্যের লাথি মেরে
তোমাদের হাতে থাকা
কবিতার স্টেনগানকে জাগাতে চাই
তৃতীয় বিশ্বযুদ্ধের তুমি নজরুল,
হবে না ভাই ?