কথায় কথায় তুলে আনি
দেখাই তাবিজ সুলেমানি
এই সারাবে রোগ !
অন্ধ দেখায় পথ খানি
তাই ধর্মের কুলখানি
করছিগো সম্ভোগ ।
অর্থই সকল অনর্থের মূল
তাই ধর্মই অধর্মের মূল!
বোঝাচ্ছি কি ভুল !!
অধর্মকে ধর্ম বলে
তুলিতেছি আঙুল !
অধর্মকে যদি ধর্ম বলি
পুকুরযে হবে সিন্ধু
আর একবার ভেবে বলি বন্ধু!