দিন শেষে ঋণ শেষে
রক্তের রঙে মিশে
পৃথিবী প্রসব করে
এক বিভাবরী
সিজদায় লুটে পড়ি ।
পৃথিবী এক পাশে আলো নিয়ে
উম নিয়ে চুম নিয়ে
চায় অন্য পাশে ঘুম
ব্যাত্যায়হীন চলে দিনের পর দিন
মৌসুমের পর আরেক মৌসুম!
আমি এই সব দেখি ঠিকঠাক
চলছে পৃথিবীই শুধু নয়
মহাবিশ্বের সব কিছু এমনি অবাক!
বিস্ময়ের চোখেও জাগে বিস্ময়!!
কিছু মূর্খ জ্ঞানী কয়
নয় কোন স্রষ্টা নয়
এসব এমনি এমনি হয়!
মূর্ছা গিয়ে হারাই জ্ঞান;
জয় হোক নয় হোক
লয় হোক ক্ষয় হোক
তোমাদের এই সব ক্ষণিকের
বিবর্তনশীল উক্তি যুক্তি বিজ্ঞান ।