ধর্মের প্রতি জাগে যবে বিবমিষা
হারায়ে আজকে সকল দিশা
অমানিশা ঘোরতর ধরণী ।
ধরো শক্ত হাতে হাল
বৈঠা ও পাল
ত্বরায়ে নিতে সত্য তরণী ।
এসো প্রিয় টগবগে খুন
দেহে রেখেছো লুকায়ে
লোহিত সাগর
নেইকো জাগর
নীল নদ গেছে শুকায়ে ।
তালহা যুবায়ের জননী কোথায়
আলো দিতে গেছে ভুলে
খর্জুর শাখা কুঁয়াশা ঢাকা
আবু গারীব ভরিছে ফুলে
কারন কিতাব হৃদয়ে ধরনি ।
হা করে আছে হিংস্র হায়েনার দল
সুযোগ পেলেই করছে দখল
মোর ঘর মোর ঘরণী ।
খোদার আকাশে উড়ছে শকুন
জঠরে জলন্ত ধ্বংস ধরে
ফুটিছে বিষম বিষাক্ত কোকুন
জগৎ তুঁতের ডাল ভরে
মানবতা আজ লুন্ঠিত কুন্ঠিত
দজ্জালের খপ্পরে ।
মুখে মুখে শুধু বলেছি কোরান
পুরাণ কাহিনী যেন
সত্যেরে ধরিনি বুকের মাঝে
নইলে মার খাব কেন?
মুখে শুধু স্রষ্টার জপ অন্তরে স্মরণি।
মরছে মানুষ পথে ভিখ মাগি
বিকোয় সম্ভম ক্ষুধার লাগি
খোদার ধর্ম পস্তালে সস্তায়
ভাবো হটকারী কি করনি?
কথায় কাজে মিল নাই যে
লজ্জায় মরি আমি ভাই যে
তবু ভাল
ধর্ম পোষাকের অবমাননা করনি!!!
ধর্মেরে শুধু করেছ অপমান
বোঝনিক কিঞ্চিৎও
খোদার নামের সুধা ভেবে
শয়তান শরাব  সিঞ্চিত ।
অধর্ম করেছ হায় ধর্ম ভেবে
খোদার আক্রোশ ভুলেছো কবে
ভুলেছো দোযখের শাস্তিকে তাই
আজ ধর্ম শেখায় নাস্তিকে!
ধর্মেরে বলো রাখো হে পাহাড়ে
মানবতার ধুঁয়া তুলে আহারে
বোঝনি বন্ধু বুঝিরে আসল বিষয়
"মানুষের জন্য এসেছে ধর্ম
ধর্মের জন্য মানুষ নয়" ।