যদি পথে অনাদরে পড়ে থাকা গোলাপ কুঁড়ি ধুলো কাদা মাখা বেহেশতো পতঙ্গ তুল্য শিশুরে গভীর আদরে বুকে টেনে নিতে পারো;
প্রিয় ঘুম ভেঙে নিশি জেগে অনাহারী ভিখিরির ঘরে চুপি চুপি গিয়ে খোঁজ নিতে পারো;
সম্মানে সংকোচে লজ্জায় হাত পাতেনা এমন অভাবীর হাতে গোপনে কিছু যদি তুলে দিতে পারো;
তোমার পথে কাঁটা বিছানো সেই
বুড়ি মা'রও যদি খোজ নিতে পারো;
পথের কাঁটা ভেবে গোলাপ হৃদয় থেকে হিংসার বিস ছিঁড়ে ফেলতে পারো;
যদি বক্ষ ভেদী নাঙ্গা তরবারি আসে তুমি স্থির তবু "প্রভুই আছেন" বলতে পারো;
কপোলে তীব্র আঘাত দেয়া হাত
তুমি উল্টো চুমু খেতে পারো;
যুদ্ধ বন্দী নারী শিশুকে নিরাপদে ঘরে আবার পৌছে দিতে পারো;
এতিমের মাথায় আদরে হাত বুলে আঁখি জল মুছে তার সব ভার যদি নিজের কাঁধে তুলে নিতে পারো;
যদি নিন্দুকের মুখ উপেক্ষা করে বন্ধু সরল সহজ সত্য পথে চলতে পারো;
যদি গো রাষ্ট্র প্রধান হয়েও বুকের ভেতরে উমরের ঈমান ধরতে পারো;
যদি গো আবার আনো খিলাফাত রাজকোষে হিসেব কষে সব যাকাত
দিতে পারো;
বারবণিতারে ক্ষুধার জরার নিরাপত্তা দিয়ে বায়েজীদের মত যদি জায়নামাজে
দাঁড় করায়ে দিতে পারো;
যদি কপোট হৃদয়ের সবকটা জানালার কপাট খুলে ধর্মের মর্ম বাণী বুঝতে পারো;
প্রাণের চাইতেও যদি বেশি রসূলেরে খোদারে ভালবাসতে পারো;
তবে সুদিন আসবেই
আসবে আবারো...