বিশটি তাজা হাঁড় ভেঙে
সাতচল্লিশ ইউনিটেরও বেশি ব্যথা নিয়ে জননী জন্ম দেয় এক নিষ্পাপ শিশু;
যতটুকু ব্যাথা সহ্য করার ক্ষমতা রাখেনা মানুষ;এমনকি যিশু!
জননী তাই সর্বংসহা পৃথিবীর মতই
বেহুশ;
তবু কয়জনে কৃতজ্ঞ হতে পেরেছি বলতো মানুষ?
কতটুকু দিয়েছি এই মা মাটি দেশকে আছে কি হুশ?
তবু ঠুস করে বলে ফেলি আর কতো? এবার নেবার পালা!
তাই অবাক মানবতা চেয়ে দেখে হাতে ভিক্ষার থালা
আমাদেরই জন্মদাত্রী গর্ভধারিণী অসহায় অভাগা বৃদ্ধা মা-খালা;
আমারি চোখের সমুখে হয় শেষ নিগ্রহে নুহ্য
আমার দেশ;
দিবালোকে অট্র হাসি হেসে ছিঁড়ে নেয় সত্য ধর্মের গোলাপখানি বেশ!
আর্তের পীড়িতের গগণবিদারী আওয়াজ ভারী হয়ে আসে সিরিয়ার তুরস্কের ইরাকের আকাশে;
মিশে গেছে মিশর ও ফিলিস্তিনের বৈরী বাতাসে;
চেচনিয়া বসনিয়া হার্জেগোভেনিয়া আফগান ও হালের লিবিয়া; কোনখানেই নারকীয় পৈশাচিকতার আগুন যায়নি নিভিয়া;
আরো কতো বলব আরো কতো ..
বেহিসাবি চলছেই এমনি এসব কিছু ..
মরছে বেসামরিক নিরীহ নাগরিক বাদ যায়না মানবিক পুষ্প শিশু!
নির্দোষ নাগাসাকি হিরোশিমা আজো দগদগে ক্ষত;
বর্বর হামলায় কেঁপে কেঁপে ওঠে সত্যের আরো উর্বর ভূমি যতো।
মানবতার ধ্বজাধারী আলগোছে দায়সারা নিন্দা জ্ঞাপন করে চলে য়্যুরোপ-মেরিকার তবেদারী মানবতার ধ্বজাধারী গৃহপালিত জাতিসংঘ মাননীয়;
তবু তুমি তবু আমি বলি "কী আছে করণীয়"??
তবে কি সবাই আজ শুধু নীরব দর্শক হবো এই ভীমরতির ভবে ?
আমরাও কি মহা এ পাপের ভাগি হতে চলেছি তবে? মানবতা নেই ব্যাক্তির কাছে
সমাজের কাছে
রাষ্ট্রের কাছে সে তো
পোঁড়া পোঁড়া তিক্ত কেক;
এমনকি মানবতা শূন্য আজ বিশ্ব বিবেক!