বিবশ অনুভুতিরা অবশ
আসমানি রঙ লাগে ফিকে
মেঘের গর্জন ও মনে হ্য়
চড়ুই পাখির ফুরুৎ।
মর্টার শেল গ্রেনেড গুলির শব্দ
পটকা মাছের বায়ুথলি ফাটানোর
আওয়াজ;
ছাই পোঁড়া মানুষের বিভৎস লাশ
পুঁটি মাছ ভাজা মনে হয় আজ!
রক্তের গন্ধ অতি পরিচিত নাকের কাছে স্বাভাবিক লাগে;
জবেহ করা গরুর রক্তের চেয়ে খুব বেশি আবেদন নেই।
প্রতিদিন ধর্ষনে রাজনৈতিক সংঘর্ষে
অনুভুতির রুটিনে আসেনা বিপর্যয়ের
সামান্য রেশ;
সন্ত্রাস ও জঙ্গিবাদ মৌলবাদ অমৌলবাদ
বেঢপ চাটুবাদ বিদেশী প্রভু রাজি খুশি বাদ আবাদ করে
সাহসী শাসক বেশ আয়েশেই চালায় দেশ!
মিছিলের উৎপাত বন্ধ হয়েছে
খুব কষে;
বিরোধী শিবিরে গন্ধ হয়েছে মামলারা সব গলে পঁচে;
সংবিধান রুচি বাড়ায় খায়েশের সংশোধনীর পায়েশে।
অবিরাম  ফাইন গুনছে জনতা
ভোট দিয়ে কি না দিয়ে!
সীল মারা হয়ে গেলে খেক শিয়ালের বিয়ে।
রঙ্গ মঞ্চে নাচছে পাপেট;
আজ তাই স্বাদহীন স্বাধীনতা ক্ষমতার রুচিতে রক্তে ভাজা লুচিতে
ভরছে জারজের পেট।
সবখানে দেখি ভদ্রবেশী ছদ্মবেশী
খুনিরা অট্র হাসে ভয়ানক নীলাজ!
হে স্বাধীনতা, হে বিজয়
তোমরা শুধু বক্তৃতা আর কবিতার রসদ যোগাও আজ!!