আমি আশ্চর্য হই!
আশ্চর্য হবারই বা কি আছে?
আমার মত কুয়োর ব্যাঙ কতটুকু জানে?
কতটুকু আর বোঝে?
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের টয়লেটে ঢোকার যোগ্যতাও থাকলে
না হয় আমি প্রশ্ন করতে পারতাম!
আঙুলি তুলতে পারতাম সভ্যতার দিকে;
সমাজ সভ্যতা সম্পদ এসবের সংজ্ঞা
আর পার্থক্যেই বা কি?
জানিনা সেটাই;
তবু পেটাই অনুভুতির ফুলেল হাতুরির পেলবে মস্তিষ্কের কোটরে।
ওঠরে জেগে ঘুমিওনা সভ্যতা;
নাব্যতা কমে গেছে মানব প্রজাতীর
অসভ্য চিন্তার পললে।
আজো পর্ণবাদী কর্ণভেদী ভলিউমে
নীল জোসনার শরীর দেখে আনন্দ
পেতে চায়;মৈথুনে স্বর্গের সুখ খোঁজে
তৃপ্তি পায় কোজাগরী চাঁদ।
এমনি ফাঁদ দাজ্জালে পেতে রাখে
মানুষ নামের জন্তুরা চাখে স্বাদ!
এমনি সুসভ্যতাবাদ!
জানাই পরিপূর্ণ ধন্যবাদের ঘৃনাবাদ।