তোমাকে ক্ষেপাব বলে ধরিনি কলম
তোমার পিছনে লাগতে আসি নাই
এমন সুন্দর ধরিত্রিতে;
আমার কালিতে কলংক মাখাব ভেবনা অমন চরিত্রেতে!
ফুলের মত ক্যারেক্টারের ভ্যারেক্টারের ডায়োড দিয়ে হয়নারে ফিল্টার!
তবু কবিতার শব্দ যদি জব্দ করে
জাহাজ করে নেয় প্রণালী জিব্রাল্টার!
অথবা আকাশ যানে নেয় টেনে চুম্বকীয় শোধাণাগার
বারমুডার ট্রায়াংগেলে!!
ফুলের থেকে আঠা বেশি
পাতার থেকে কাঁটা বেশি হলে
মনে হয় ও ধুতুরা চাষী
অথবা ফণিমনসার মাসি!
আমি তাই অট্র হাসি
শ্লোগানে শ্লোগানে ভাসি
তোমার ভাই আমার ভাই...
ভালবাসি ভালবাসি?!!