বিবেকের সন্ধানে ঘুরে মরি পৃথিবীর
এক মেরু থেকে আর এক মেরুর দিকে।
স্থান কাল পাত্র ভেদে বিবেকের ঝলসানি হয়ে আসে ফিকে।
তবু নাকি বিবেকই পৃথিবীর শ্রেষ্ট
আদালত এই কথা গেল কিরে টিকে?
তাই আন্ধারে হাতরে সাঁতরে বেড়ানো বিবেক ঝলসে রান্না করে খাই
সুস্বাদু বিবেকগুলো বাজারে বাজারে
কান্না করে বিক্রি করে তাই!
বিবেকের ফেরিওয়ালা এসো আমার
ঘরের দ্বারে;
বিভৎস জংগীর মাংসের বিনিময়ে
কিনে নেব বারেবারে!!
বিবেকের আদালত কেড়ে খায় তাজা প্রাণ ফিলিস্তিনে;
রক্ত লেগে থাকে ইসরাইলি বিবেকের আস্তিনে।
এখনও নারী শিশু পিষে মারে বিবেকের বুলডোজারে..
তবু বিবেক শত সালাম জানাই তোমারে!??