তোমরা চলে যাও যে যার পথে
যেখানে তোমার খুশি থাকো সেথা পড়ে;
আমি যাব মরে তবু পাল্টাবনা
সরল সোজা এই পথ
আমার জীবন শপথ।
আমি চাই না তোমাদের
সুউচ্চ প্রাসাদ মহল
আমি কুঁড়েঘরে পাখিদের
কোলাহল শুনব প্রাণ ভরে
বটের ছায়ায় সবুজ মায়ায়
ধান আর পাট ক্ষেতের আলে
চিরদিন সহজ কবিতার মায়াজালে
আটকে র'বো।
হবো গাঙ চিলের ডানা অথবা ঈগলের দীঘল ডানায় স্বপ্নের সাগর দেব পাড়ি।
দেখবো দীঘির ফোঁটা পদ্ম কচুরি পানার ফুলের সারি।
কারো সাথে থাকবেনা আড়ি
সমস্ত জীবন যেন তোমাদের
ভালবেসে যেতে আমি পারি।