তোমাদের বসন্তে সব ফুল
তোমাদের কর্ণের সব দুল
স্বর্ণের মতো ছুঁয়ে দেবো
আল্পনায় কল্পনার কোকিলের সুরে;
দূরে আমি চলে গেছি চালতার ফল দেখে দেখে;
পেকে গেছে হয়ত পেয়ারাগুলো বাতায়নে কি রে?
কাশ্মিরি শাল গায়ে বুড়ো দাদু কথার যাদুতে মেতে রাখে।
বৈশাখে ঝর হবো ফাগুনে আগুন
ভাদ্রের তালপাকা গরমে তালপাখা হবো;
তোমাদের পুকুরের মাছরাঙা নীল রঙ;
ধবল বলাকা হবো গাঙে।
আকাশের মেঘ হবো আষাঢ়ে আষার হবো;
দুঃখের রঙ হবো কষ্টের কালো।
আলো হবো ভোর হলে রাতে হবো চাঁদ;
জোসনায় ভরে দেবো তোমাদের হাত।
কোথাও হারিয়ে যাবো এই আছি
আবার দেখবে আমি নাই;
কাকেরা কাঁদবে কভু বুঝবে না শালিখেরা তাই।
মাঠের ভেতর দেখো ঐ দূরের
করুন সুরের বাঁশিওয়ালা রাখাল
দেখা যায়;
আমার সমাধি হবে শালুকের বিল আছে তাহার পাশের ঐ গাঁয়।