চারিদিকে মিথ্যুকের সুশীল অভিনয়
চলে সাথে বসন্তের বাও
চাটুকার বকধার্মিক ভেকধারী উঠিয়াছে ঠাঁটে
আর পেয়ে গেছে নাও।
পারাপারে মোছ টানে তেল ভরা নাভি;
ঘরেতে উঠছে ধান আর দুধেল গাভি।
চারিদিকে বাহবা আর করতালি
সুন্দর মিথ্যার চলে জোড়াতালি!
চলুক ছদ্মবেশী দূর্জন বিষাক্ত চশমখোর এক দল ষাড়ের চেঁচামেচি
আমি তো তাদের থেকে বহুদূরে
এখনও ঈমান নিয়ে বেঁচে আছি!
গোল্লায় যাক দেশ জাতির হয় হোকনা বিনাশ
চারিদিকে আরো জোড়ে হোক চিৎকার লম্ফের ত্রাস!!
আমি তো ভাল আছি একেই কৌশল বলে;
আমরাই হক পথে তেল মাখে জিহ্বার তলে!!
একটু পরেই যখন ঝোল এসে পড়বে কোলে;
বুঝবে বাঁকা পথে কাজ নাই সোজা কৌশলে!!