তোমার পাঁকা হাতে বসন্ত ও সুন্দর হয়ে ওঠে আরো
তোমার কবিতা পড়ে স্বপ্নে সুখ আসে কারো।
তোমার মগজে আছে পৃথিবীর কত বিজ্ঞান;
তোমার কলম ছোঁয়ায় ফিরে পায় বোকারাও জ্ঞান।
তোমার ভাষ্যগুলো লিখে রাখে ইতিহাস কত;
তবু তুমি সত্যেকে পদ দলিতে কেন রত?
তোমার মুখে তবু আসেনা স্রষ্টার কথা;
ধর্মহীন চেতনাতে কেন তবু ঘামাও তুমি মাথা?
ফিরে এসো প্রিয় তুমি অনাবিল অমল সে পথে
ফিরে এসো ফিরে এসো চিরকাল চিরচেনা রথে;
ফিরে এসো প্রিয় সফেদ শুভ্র ভালবাসার মতে।