অবিশ্বাসী অবিনাশি সৃষ্টিকে দেখে
মহাশুন্যের পর মহাশুন্য পরমানুর ভেতরে আরো ক্ষুদ্র কণা প্রত্যক্ষ করে বিস্ময়ে চেয়ে দেখে ক্ষুদ্র কণার শক্তি
ছায়াপথ থেকে ছায়াপথ ঘুরে দেখে স্রষ্টার সুশৃংখল সৃষ্টি তবু চোখে নামে না অনুতপ্তের বৃষ্টি!!
আশ্চর্য কোয়াসার ধুমকেতু গ্রহানুপুঞ্জ দেখে মৃত্যুকে দেখে কাছ থেকে তবু ফেরে না মাটির দিকে;
ধোঁয়ার মত উড্ডীয়মান বিশ্বাস উড়ে যায় দূরে বহুদূরে।
মহাকাশে চোখ লাগিয়ে রাখো অচেনা তরঙ্গ অনুবাদ করতে থাকো একদিন ফিরে আসবেই বিশ্বাসী হয়ে।