আমি আশ্চর্য হয়ে চেয়ে থাকি
তোমার নির্মেঘ নীলে
রাতের ললাটে ঝাড়বাতি রেখে দিলে
সমুদ্রের গভীরে রেখে দিলে অজানা সম্পদ; পৃথিবীর পেটে কত কিছু আছে আমি দেখি ঘেটে ঘুটে।
তোমার করুনা পায় বড় ছোট সাদা কালো মজুর কি মুটে!
সবখানে তোমার প্রশংসার ফুল ফোটে; তোমার প্রশংসা শুনি জলে স্থলে মহাশুন্যে বিহঙ্গের ঠোটে।
আমি সুর মিলাই তোমার করুনা বিলাই আপন হৃদয়ের মাঝে।
ঝংকারে নেচে ওঠে সকাল সাঁঝে
আমারি হৃৎপিন্ডের ঠোটে।
অনবরত সৌকর্যের বন্দনা সবখানে শুনি; তোমারি বেসুমার দান বসে
বসে গুনি!
আর ক্লান্ত হয়ে সিজদায় লুটি
এ বিশ্বচরাচরে কি মহাকাশে সৃষ্টির সবখানে ছুটি;
কোথাও পাইনা খুঁজে সামান্য ত্রুটি!!