মৃত্যুকে নিশ্চিত জেনেও
আমরা এইতো দিব্যি চলছি ফিরছি হাটছি খাচ্ছি....
পৌষের রাতে দাঁত কেলিয়ে হাসছি বিবির সাথে
ব্যবসায় বেশি লাভের আশায় দেদারছে দিচ্ছি ভেজাল মিশে;


মৃত্যুকে নিশ্চিত জেনেও
কি অবাক গিলছি পাপের নেশা হরহামেশা
নিষ্পাপ ফুল ছুঁঁইছি অপবিত্র হাতে টেনে নিয়ে যাচ্ছি
জাহান্নামের ভেতরে আমাদের পা;
দিন-রাত ছন্দে ছন্দে ভাল মন্দে একাকার করে চলেছি
ভীষণ চাটুকারিতায়,পদোন্নতির আশায় ঢালছি তেল
ফেল করেও পাশ করিয়ে নিচ্ছি বেহায়ার মতো!


মৃত্যুকে নিশ্চিত জেনেও
বে-আক্কলের মতো ব্যবিচার করে চলেছি সমাজের ভেতর
ব্যাভিচার ছড়িয়ে দিয়েছি বেমালুম কাঁচা বয়সের কিশোর কিশোরী
থেকে বয়সীদের ভেতর;


মৃত্যুকে নিশ্চিত জেনেও
ঘুষের অংক বাড়িয়ে চলেছি দৈনিক মনের মতো
জোর করে কেড়ে নিচ্ছি সহায়হীনের সম্বল;
গাফেল হয়ে আছি স্রষ্টার আদেশ নিষেধ থেকে
বেআব্রু হয়ে আছি আমরা বেশালীন আচ্ছাদনে
গোঁয়ারতুমির জোয়ারে ভাসিয়ে দিয়েছি গা।


মৃত্যুকে নিশ্চিত জেনেও
কি আশ্চর্য্য!  মৃত্যুহীন কবিতার স্রষ্টা হবার লোভে
চকচক করে ওঠে আমাদের চোখ !!