কবিতা লিখতে ঘুমিয়ে ছিলাম ঘরে
গিজগিজে স্বপ্নের ভেতর কবিতার শব্দেরা
নাকি হামাগুড়ি দেয় আর কিলবিল করে!?
শালিকের কন্ঠ ছিঁড়ে ভেঙে গেলো হঠাৎ
কাঁঠাল পাতায় মোড়ানো আমার ঘুম!
কৃষকের জমির আইল ভেঙে ধুম
গড়িয়ে যাচ্ছে যখন আখিরাতের দিকে
কিছু পূণ্যের জল!
কোদাল হাতে সারিয়ে তুলছে আবার কেউ
হিংসা বিভাজনের সুচতুর কোনো কৌশল!
ধর্মহীন ন্যাংটা স্বাধীনতার লোভনীয় এক বস্তুবাদ
আজ ঘরে ঘরে তুলছে জিগির বলছে জিন্দাবাদ!
আমাদের সন্তানেরা মিলিয়ে যাচ্ছে অধুনা ধর্মহীন
ধোঁয়ার ধোঁয়াশার ফিকিরে দেখি ধান্দাবাদ!
জাগছি জানছি শিখছি তবু সব জ্ঞান উপকারে আসে না অবাক!
কবে জানবো অপধর্ম অপকর্ম আর কোনটি যে আসলে অন্ধকার
অপনীতির মনচোরা ফাঁদ!!!