"স্বাধীনতা"
আমরা জানি তুমি কতটা মূল্যবান সবার কাছে
স্বাধীনতা জানি তোমারও একটা সীমা আছে!
স্বাধীনতার চৌদিকে একটা বৃত্তের সীমানা আছে
থাকা উচিৎ নইলে ঐ যে মানুষের সীমানা ভুলে যায়
কখনও কখনও ঈশ্বরকেও প্রশ্ন ছোঁড়ে! মানুষ হয়ে ওঠে
অনর্থক কাগুজে বাঘ শিয়াল হায়েনার মতই হয়ে ওঠে
ঝাঁপিয়ে পড়ে মানুষের বিশ্বাসের উপর আর নখদন্তে
কামড়াতে থাকে যা পায়.. মানুষের আস্থা মানুষের ঈশ্বর
মানুষের ধর্ম সব খুবলে দিতে চায়.... সব কলংকিত করতে চায়
বেপরোয়া স্বৈরাচারী ইচ্ছে প্রচেষ্টারা চলে অন্তরে মুখে কাজে কলমে
গড়ে তোলে এক সন্ত্রাস!মানুষের জন্য মানুষ হয়ে ওঠে হুমকির ভিত!
ধর্ম সমাজ সভ্যতা সংস্কৃতি সব কিছুকে প্রশ্ন ছুঁড়ে হামবড়া হয়ে ওঠে
মানুষের ভেতরের বাঁধনহারা কিছু কিছু কালো কালো আলোহীন কুৎসিত!