বিবেক বর্জিত বেহুদা চিন্তার বৈকল্য প্রাপ্ত
অমানুষ নাস্তিক দেখিয়াছি বহু;            
লহু তার আমাদেরই মত ঠিক লালই;          
গালি দিতে আসিনি তাকে বলব বদলে যাই এসো কালই          
তালি আর জোড়া দেয়া যুক্তিগুলো ঝেড়ে ফেলো      
চোঁখ মেলো দেখো সত্যে সরল পৃথিবীর রুপ;    
চুপ করে থেকনা বন্ধু এসো,সত্যকে  স্বীকার করে নেই।