একজন সন্ত্রাসীকে ধরতে
হাসতে হাসতে যারা একদিন
তাদের মরনাস্ত্রগুলো ছুড়ে দিত
দিক-বিদিক পৃথিবীর বেসামরিক
নিরীহ নিরস্ত্র হাজারো মানুষের দিকে
নারী কি অবুঝ শিশু রেহাই পেত না কেউ
যাদের নির্মম মানব বিধ্বংসী অস্ত্রের
ধ্বংস লীলা থেকে;


কেউ যেন মাথা না তোলে
কেউ যেন আঘাত হানার দুঃস্বপ্ন না দেখে
বিশ্বের একছত্র অাধিপত্যের স্বার্থে
জলে স্থলে অন্তরীক্ষে যারা বসিয়েছে
এমনই নিচ্ছিদ্র পাহাড়া এতদিন...


যদি সেই সব দাঁতাল রাষ্ট্রের বিরুদ্ধে
প্রকৃতি কঠিন প্রতিশোধ নেয় আজ
তবে কিছুই করার থাকবে না;
সেই সব নির্যাতিত অকাল মুত্যুর
হাহাকার দীর্ঘশ্বাসে যদি বেঁজে উঠে
স্রষ্টার গোস্বার আদেশ
তখন কিছুই করার থাকবে না;


সেই সব আধুনিক আর উন্নত
পাহাড়ার ফাঁক গলে স্রষ্টার সৈনিক
কিভাবে হানা দেয় অবাক হওয়া ছাড়া
আমাদের আজ কিছুই করার থাকবে না!


তবু,প্রার্থনা
তবু,কোন মৃত্যুই কাম্য নয়
গুটি কয়েক বদমায়েশের জন্য
নিরীহ মানবতা তুমি ধ্বংস করোনা প্রভু...