অন্ধের হাতি দর্শন দর্শনে চিনে নিজেকে
ভেবেছি এই বুঝি তল জ্ঞানের ডোবার ধারে
ভেসেছি শুধু ছলে বলে খুঁচিয়ে সমুদ্র নাভি
বলেছি আহা কি যে সুখ! আগুনের পরশমনি...!
এসেছে যে অহম শুধু ভেবেছি আমিই জ্ঞানী
দেখলাম আর যে সবই আঁধারে ডুবিছে রবি!
দিয়েছি বসে আমি ফুঁক পেয়েছি কিছু তো সুখ
নিভিলনা সূর্য কভু বাজা'লাম তূর্য তবু
পেলাম তো তালি যে কিছু নিয়েছি নিজেরি পিছু
কি দারুন আলোর প্রভা আঁধারে তবু যে ডোবা..
ডোবাতেই ব্যাঙের শোভা সাগরে নেমেছি তবু
তিমিরের তিমির পেটে!!
পেয়েছি ঘেটে আর ঘুটে বুদ্ধির মুক্তি আলো
কালোকে বলেছি তো সাদা সাদাকে করেছি কালো
দিয়েছি তো কপালে সেটে আমরা সবচে' ভালো!!
মোদের নিউট্রাল ভিউ নিউ আইডিয়া নিউ
আমরা নিরেপেক্ষতায় আপনার পক্ষ নিয়া
তাদের নেই কোন দল তাহারা নির্দলীয়
পানিতেই নামতে গেলো শুকনা পোশাক নিয়া
ধরি মাছ না ছুঁই পানি নাম যে কেরামত মিয়া..
নিজেকে করি না জাহির বলি যা হয় রে বাহির
সে শুধু কিছু মুগ্ধতা সত্যের ভেতরে গেলে
পাবে তো তবে শুদ্ধতা!শান্তি থেকে উদগত
বলে যে ধর্মের বাণী কেন তাকে করো উদ্যত
উদ্দেশ কী তার জানি বাড়াবে শুধু হানাহানি!!