তোমায় শুধু ভালবাসি বলে
কতজনে কত কথা বলে
আমি নাকি সেকেলে আর গোঁড়া?
আমি নাকি অন্ধ হতচ্ছরা!


আকাশ সাক্ষী পাহাড় সাক্ষী
সমুদ্র আর নদী সকলে
তোমায় ভালবেসে
এই পৃথিবী রেখেছে আগলে !


ওরা কি আর জানে মাবুদ
যত গ্রহ নক্ষত্র বুঁদ
হয় রে কাহার প্রেমে ?
কার ঈশারায় দিনটা শেষে
রাত যায়না থেমে?


কৃষ্ণ গহ্ববর ক্যান যে টানে
দোজখেরি মতো তারই দিকে
সবই ছোটে তারই পানে
ধুমকেতু ক্যান আসে নেমে ?


কভু যাব না গো প্রভূ আমি
ঐ মুর্খদেরি দলে
তোমাকেই যে ভালবাসি বলে ।