আমি শব্দের সাথে ভোগবিলাসী কিছু ঘ্রাণ
মাখিয়ে দিতে ব্যর্থ হই কিছু লোলুপ তাড়ণা
কিছু নগ্ন ভাবনা গভীর শিল্পীত রূপ পায় না
আমার এ সব কবিতা নয় ছাইপাঁশ হাবিজাবি
হিজিবিজি অসাড় চিন্তার গিজগিজে কিছু বন্ধ
ও অন্ধ কোনো গন্ধ ছোঁয়া অনিন্দ্য গোঁড়ামির
গোঁয়ার কিছু সত্য সুন্দর নয় অনেকের চোখে
আমার সত্যের বিষ গা জ্বালা অস্বস্তির কারণ!
বড্ড যুক্তিহীন মুক্তিহীন মানুষের মিথ্যার মিথ
অবিশ্বাস সন্দেহ অহেতুক অহংকার যার ভিত
একদিন চলে যাবো মরে যাবো জানি রে ঠিক
হয়ত ফিরে পাব কেবল আমরা সেদিন সম্বিৎ!