মৃদু চালে চলছিলে তুমি আপন মনে
ক্ষণিকের ভুলে পায়ের তলায় পিষ্ট হতে থেকে বেঁচেছিলে
যত্ন করে তোমায় তুলে দিয়েছিলাম সজনের ডালে  
তুমি সেই শুঁয়ো পোকাটা না?
আমার বাগানে প্রথম জন্ম নিয়েছিলে না ?
লেবু গাছের পাতায় প্রথম আলো দেখেছিলে তুমি
তার পর তোমার ক্ষুদ্র পায়ে হামাগুড়ি দেওয়া
চলে গেলে বাগানের কোণের সেই সজনে গাছটায়  
মনে আছে তোমাকে আমি তুলেছিলাম হাতে করে
নিয়ে গেছিলাম বাগান মাঝে শিউলি গাছটায়  
তুমি তখন অনেক ছোট, গায়ে ছিল অনেক শুঁয়ো
মৌ দেখে বলেছিল, ইস কি বাজে না দেখতে
তুমি হয়তো কষ্ট পেয়েছিলে, হয়তো অভিমানও করেছিলে
মনে আছে সেই কথা?
চলে গিয়েছিলে তুমি উদাস হয়ে
তোমার কি সেই দিনের রাগ চলে গেছে?
কোথায় না খুঁজেছি তোমায় সেদিন
আর রাগ পরেছিল ভাতের উপর
অনাহারে কেটেছিল সারাটা দিন
আজ তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর
সুন্দর তোমার ডানা, সুন্দর তোমার হৃদয়
তুমি যে আজ আমার মিলন মেলা
তুমি যেও না কিন্তু, থাকো এখানে
আমি ডেকে আনি মৌ কে,
দেখুক সে এসে তোমার সুন্দর ডানাদুটো
দেখুক সে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা
তুমি ঘৃণ্য তবুও সুন্দর।
তুমি ঘৃণ্য তবুও অতিব সুন্দর।।