ভরদুপুরে খুঁজি সাত সমুদ্দুর দূরের মাঠে
মাতাল বাতাস খেজুর গুড়ের গন্ধে মম
কানায় কানায় পূর্ণ শুষ্ক পুস্করিণী
পাড়ের আতার ডালে ঘুঘু পাখির বাস
সদর্পনে গুটিপায়ে একপা দুপা চলা
বায়ুস্কোপের নেশায় হারিয়ে ছেলেবেলা
বালকগুলো এখনও ঝাঁপাচ্ছে নালার হাঁটুজলে
পদ্মের পাতায় জমে এখনও বিন্দু বিন্দু জল
নিঃসঙ্গ পথিক, পোটলায় বাতাসা মুড়ি
একাকী বসে মুখে অমলিন হাসি
তপ্ত বালুর উপর খালি পায়ের চিহ্ন
রাখাল বালক হাতে ভাঙা বাঁশি
মজেছে একতান বেসুরা গানে
গহীন রাত, বালুচরে একাকী কে?
ভাবুক মন বিভোর সংগীতে
পিদিম হাতে বাড়িছাড়া কুঁজো বুড়িমা
ফোকলা দাঁতে এখনও অনাবিল হাসি
খুশির উৎসের খোঁজ কোথা?
দীর্ঘতম নিঝুম রাত,
আর দীর্ঘতর চাঁদের ছায়া
ক্লান্ত মন এক সীমাহীন আকাশ
ঝিরঝিরে বৃষ্টি নামার অপেক্ষায়।