নিস্তব্ধ ধরা, ক্লান্ত দু’পাশ,
ব্যাকুল হৃদয়ে উদাসীর সুর
চোখের জল সাড়াশব্দ হীন দিশেহারা
বেঁচে আছে শুধু গহীন অন্ধকার।


বিরহের তাপে শুষ্ক রসালো সংলাপ
কান্না লুকায় ফোঁটা-ফোঁটা জলকণা
সূর্য-সন্ধ্যা সংঙ্গমের মধুর মিলন বেলায়
অন্ধকারের তীব্রতায় বুকটা চেপে ধরে ।


প্রেয়সীর দেখা পেতে চলে মান-অভিমানের পালা
শিশিরের অঙ্কুর খোঁজে ভালোবাসার ফেরিওয়ালা
বিনয়ী প্রেমে অসুস্থ স্মৃতিগুলো পরিহাস করে।


মন মাঝে জমে অনেক অম্ল-মধুর ভীড়
লাল নীল কষ্ট গুলো মোটেই পিছুটান ছাড়েনা
বেদনার নীল রঙে শুধু শূন্যতা
বুকে বালিশ চেপে অন্ধকারের স্তরভেদ করার
বিকলাঙ্গ অনন্ত ভাবনা।
ভোর বিহানের সুঘ্রাণে এখন আর ঘুম ভাঙে না।