তিল তিল করে, পাই পাই জুড়ে
হৃদয়ের সমস্ত চাওয়া পাওয়ার গলা অবরুদ্ধ করে
মানুষকে সাজাতে দেখেছি স্বপ্নের বাসর।


বন্যার প্রবল তোড়ের হাত থেকে
ভেঙে যাওয়া ঘরকে বাঁচাতে দেখেছি অহরহ।


আবেগের তাড়নায় রাগের বশে,ক্ষণিকের ভুলে
সাজানো ঘরকে নিত্য তছনছও হতে দেখেছি।


কিন্তু বিদ্বেষের বশে, হিংসার তাড়নায়
কারও ঘর সংসার, নিজের সুনিপুণ হাতে
সাজাতে কি কেউ দেখেছে?


সে সৌভাগ্যের ক্ষণ আসেনি এখনও জীবনে
হয়তো দেখেই থাকতে পারে কেউ না কেউ
সে বিচিত্র দৃশ্য আর থাকতেই পারে সাক্ষী
কেউ না কেউ সে বিচিত্র ক্ষণের।