ছোট্ট বার্তালাপের আশায় কেটেছে অন্তহীন প্রহর  
মুঠোফোনের দিকে চেয়ে চেয়ে
একরাশ ক্লান্তির ছোঁয়া নয়ন মাঝে  
বিফলে গেছে প্রতীক্ষায় অনেকখানি সময়  
সূর্য এখন ঢলেছে পশ্চিম আকাশে
রক্তজবা আঁখিতে ডুবে যাবে ধীরে ধীরে গহীন আঁধারে
শূন্য নজর, তবুও একদৃষ্টে চেয়ে শুধু নির্জন রাহে
না সে আসেনি
কিছুক্ষণ আগের কোলাহল মুখর বাস-স্ট্যান্ডটি এখন জনশূন্য
ইতিউতি বাড়ছে ভিড় অবাঞ্ছিত পাশবদের
না এখুনি চলেই যেতে হবে
একটু পরে বসবে মদ ও জুয়ার আসর।