অভিমানের কালো মেঘে ঢেকেছে মনাকাশ
পাঁজর তলে জমেছে নিরাশার বাদল
চোখের কার্ণিশ থেকে বিন্দু বিন্দু জল
বয়ে চলে দু-গালের মাঝে গলগল করে।


ছেয়েছে বেদনার মেঘ মনের আকাশে
শীতল বাতাস নীরবে বয়ে যায় বুকের মাঝে  
দুরন্ত আবেগ জমেছিল কান্নার জল
অকাল বর্ষণে ধুয়ে গেছে সব স্বপ্নের কাজল।


মনের আকাশে শেষ কবে যে নেমেছে সুখের বৃষ্টি,
না মনে পড়ে না!
অদূরে দেখি তীব্র দাবদাহের অনল  
এক আঁজলা বৃষ্টির জন্য খুঁজি ফিরি।


বুকের ভিতর জমাট একদলা কষ্টের বাদল
ঘনীভূত হচ্ছে ক্রমশ ধীরে ধীরে
ভালোবাসার বৃষ্টি হয়তো নামবে কিছুপরে
ঝমঝম অঝর বর্ষণে
ধুয়ে মুছে যাবে বিরহের সব ব্যথাগুলো।