কিছু কথা তোমায় ছিল বলা বাকি
কিন্তু একটু অপেক্ষা কর
হাঁ শুধুমাত্র একটুখানি অপেক্ষা,
জীবনের প্রতিক্ষণ অল্প-অল্প শ্বাসপ্রশ্বাস বেচে  
ব্যস্ত বাঁচার নতুন নতুন উপায় অবলম্বনে।


সম্ভব হলে ভুলে যেও
মিটমিটে দিয়ার সলতে আমি
অল্প ফুঁ দিয়ে দেখতেই পারো
হ্যাঁ অল্প একটু ফুঁ।
জানি, সহজেই পারো মুছিয়ে ফেলতে চিরতরে
মনের আঙিনায় খেলাচ্ছলে টানা রেখাগুলো।


আরও একটু অপেক্ষায় রাখবো তোমায়
আরও কিছু যে বলা ছিল বাকি
এখনও সময়ের রঙবদলের সেক্ষণের ক্ষণ আসেনি
এখনও আসমানে কালো বাদলের দেখা বাকি
পরিবর্তনের স্পষ্ট আভাস দিগন্তে  
বদল আসবে শীঘ্রই নিয়ে অকাল কালবৈশাখী
চলে যাবো কোনও না কোনও একদিন
দেখো পিছুটানে ডাক দিও না।


মুকাবলার সম্মুখীন তো হতে হবে তোমাকেও
বেশ শক্ত হাতে বলিষ্ঠটার সাথে
তোমারও তো নরম হৃদয়,
দেখো বিরহের উত্তাপে যেন পিঘলে না যায়।