অদূরের চন্ডীমণ্ডপ ঘেঁষা বটগাছটা
বার্ধক্যের ভারে নুইয়ে গেছে
কেউ কি আর আসে খবর নিতে?
পাতাগুলো ক্রমশই ধূসর,হলদেটে, রসহীন!!


ঘৃণা করবে? বেশ তো!!
যথেষ্ট কারণ আছে ঘৃণার....
নেই আর যৌবনের শীতল বাতাস
নেই পাখিদের কিচির মিচির
নেই কচিকাঁচাদের খেলার জমায়েত,
নেই যুবকদের তাসের আসর, হৈ-হট্টগোল,
নেই প্রবীণদের অশেষ আড্ডা,
তাড়ির গন্ধ, হুঁকার গুড়গুড়!!


সামনে রাখা আছে সাদা দিস্তা
লিখে ফেল তিক্ত মনের বহিঃপ্রকাশ
ঝরুক জমে থাকা সব বিষাক্ত বিষ,
অন্ততঃ সমান্যটুকু স্বস্তি পেতে পারো!!
বিষ পান তো করেছিল মহাদেবও
মনে আছে "নীলকণ্ঠ"
সৃষ্টিকে বাঁচাতে প্ৰলয়ের হাত থেকে!


পত্রপুষ্পে সাজানো জানালাটা বন্ধ কেন?
দখিনা বাতাসের সময় হয়ে এসেছে
ফুরফুরে বাতাস এফোঁড় ওফোঁড় করার।


দিন বদলের ক্রান্তিলগ্নে নেমেছে আঁধার
বটগাছটার পাতা আর নড়ে না
বাতাস আর বইবে কেমনে?