সূর্য ওঠার জন্যই অপেক্ষারত ছিল
ঠিক তখনই ঘটনাটি গোচরে আসে
এক মুঠো আবেগ নিয়ে
ছিনিমিনি খেলায় মেতেছিল রাতের সকাল।
গলির মোড়ে একদল উন্মত্ত জনতা
ব্যস্ত ছিল নতুন যুগের বাহারী সেলফিতে
মেঝেতে লুটিয়ে নির্বস্ত্র এক অসহায় নারী
ধর্ষিতা না স্বেচ্ছাসঙ্গিনী, সে আদালতেই বিবেচ্য।
কারোও চোখে পড়ল না ভবঘুরের মানবিক মুখ
উৎকট গন্ধে ভরা মলিন চাদরখানি ছুঁড়ে দেয় সন্তর্পণে
আপাততঃ লুণ্ঠিতার নগ্ন শরীর মুক্ত লোলুপ দৃষ্টিবাণ থেকে
ধীরে ধীরে সেলফির হিড়িক কমে আসে...।


আশ্চর্য গত দুদিন যাবৎ সূর্যের দেখা নেই
লজ্জায় না কি আত্মগ্লানিতে?