বাকশক্তিহীন মা
নির্বাক তার বিচারশক্তি
হয়তো বা মজার ছলেই কিন্তু
তারা তো বলেই গেল সহজ সরল
ভাষায় বিনম্রতার সাথে করজোড় করে
ছোট ছোট কাপড় অঙ্গপ্রত্যঙ্গে,ধর্ষণ তো হবেই
দুঃখিনী মায়ের কাতর অনুনয়-বিনয় সভ্য সমাজকে
"পাঁচ বছরের একরত্তি শিশুকে শাড়িই বা পরাবো কি করে?"
...
"জানা নেই!!"
".....যদি থাকে কোনও সদুত্তর জানতে ইচ্ছে করে!!"