ঘুম ঘুম চোখে নতুন ভোরের কলরব
কিন্তু ভেতরটা শূন্যতায় পরিপূর্ণ
অভাবী মনে শুনশান রাতের স্তব্ধতা
একা একাই গুমরে যায়, উপায়হীন।
চাঁদনী রাতে ফেলে আসা সুগন্ধির দীর্ঘশ্বাসে
মৌ-হীন মৌচাকের দীর্ণতা আরও প্রকট হয়
চাঁদনীর আলোয় অনিশ্চয়তার ছাপ স্পষ্ট
ইদানীং নতুন চশমার আবিষ্কারে
দিন রাতের সব ফারাক ঘুচে গেছে
কাঁচের ওপাশে সব কিছুই রঙিন।
বিমূর্ত আবেগে অস্থির অসংলগ্ন জীবন
মাতাল পল্লীর আশেপাশে ঘুর ঘুর করে
মানবত্বের ঊর্ধ্বাঙ্গের ছেড়া-ফাটা দৈন্যতা
খলিফার নিপুণ হাতে রিপুর অপেক্ষায়।


*দীর্ণতা - অবক্ষয় , খলিফা--দরজি।