ক্রমশঃ ঘনীভূত হচ্ছে সাঁঝের আকাশ
উদাসী বাদলে ঢাকা অবুঝ মন
দূরে এক এবড়ো খেবড়ো মেঠো পথ
নীরবে এগিয়ে যায় ধানক্ষেতের পাশ কাটিয়ে
সামনে আসে তেজ ধার চাকুর মত এক বাঁক
সেখানে বসে দিশাহীন একজোড়া পাখি।


আরও ঘনীভূত হচ্ছে সাঁঝের আকাশ
নিস্তব্ধতায় ছেয়ে গেছে আশপাশ
এত উদাস কেন মন?
হঠাৎ করেই দূর থেকে
ভেসে আসে বাঁশির ক্ষীণ সুর
ক্রমে ক্রমে উদাসীর বাদল সরে যায় দূরে
এক ধ্রুবতারা উদিত হয় মনের আকাশে
চকচক করে অসংখ্য তারার ভিড়ে।