নিজের পায়ে হাঁটবো বলে
অতিকষ্টে আঙুল ধরা ছেড়েছি
মৌচাকে ঢিল ছুড়ব বলে
একজোড়া জুত্সই জুতো পড়েছি
আস্ত চাঁদটাকে মুঠোয় করবো বলে
এক বিশালাকার আরশি কিনেছি
অসহায় মানুষগুলোর পাশে থাকবো বলে
একজোড়া ধবধবে সাদা পাঞ্জাবি কিনেছি,
কিন্তু মনটাকে নিয়ে এখনও ভাবিনি
কোন সাবানে পরিষ্কার হয় মনের ময়লা!
সে খোঁজ এখনও পাই নি।
একটু একটু শক্তি সঞ্চয় করে ভাবছি
এগিয়ে যাবো সব অসাধ্য সাধনে
সামনের পথ অতি পঙ্কিল
আর কাঁটাগুলো বড্ড চুভে,
নিরাশার অসংখ্য বাদল ক্রমে-ক্রমেই
বাসা বাঁধে মনের স্যাঁতস্যাঁতে ঘরে
সেখানে আলোর বডই অভাব
নিস্তেজ হয়ে আসে শরীরের শেষ বলটুকুও।
অসমাপ্ত কাজের ফর্দ ক্রমেই দীর্ঘায়িত হয়
অনেক ইচ্ছেগুলোই সামনে ,
সময়ের অভাবে পড়ে আছে অনাদরে
জীবনের পরিধি বড্ডই ছোট
শুরু আর শেষের পার্থক্য বোঝা যায় না
কখন আর কেমনে যে কেটে যায়
সে আজও এক অধরা রহস্য।