জমে উঠেছে নেশা
ঠোঁটের কোণে রঙিন স্বপ্ন
একটু আবছা আলোয়
বহুরূপী মুখখানি
প্রতিবারই কাঁদে নীরবে
এক আগন্তুকের জুতোর খটমট শব্দে
রূপকথার ঘুম ভেঙে যায় প্রতিনিয়ত।
ভাঙা দেয়ালে পিঠ ঠেকে বসে থাকা
মুখভর্তি কোঁচকা দাড়িওয়ালার নীরবতায়
গাঢ় অনুভূতির হাতছানি
কুমারীর ঠোঁটের উষ্ণতায়
আহ্লাদী জুঁইয়ের গন্ধ
কিন্তু নিয়তি কেন হাসে মহোল্লাসে!!
যৌবন ফিরে পাওয়া কি অপেক্ষা মাত্র?