দিনটি কি বার ছিল মনে পড়ে না
তবে স্পষ্ট মনে পড়ে,শীতের সকাল ছিল
কুয়াশায় ঘেরা এক অদ্ভুত দিনের শুরু
বিস্বাদে বিদগ্ধ ছিল মন
সেদিনই প্রথম পাড়ি দিয়েছিলাম
ভেবেছিলাম জীবনের শেষ দেখা
ফিরে আসবো না আর কোনোদিনই এ অভিশপ্ত স্থানে
আশ্চর্য আজ বর্ষ পেরিয়ে পুনরায় ফিরে সেস্থানে
অদ্ভুত মায়ার পৃথিবী,
শুনেছিলাম পৃথিবী নাকি গোল
অবশ্য আমরা জানি বৃত্তাকার বলেই
সেই বাড়িটি দাঁড়িয়ে সেই একইরকম ভাবে
শুধু দোতালার দক্ষিণের জানালাটা বন্ধ
আর নিস্তব্ধতার বাতাবরণ আশেপাশে
দীর্ঘশ্বাস ফেলে আর লাভ কি?
নিয়তির লেখন খণ্ডাবে কে,
হৃদয়ে মোর ছিন্নভিন্ন, চূর্ণবিচূর্ণ
চির-আমরণ বুকের মাঝে তোমার স্মৃতি ।
অতৃপ্ত প্রেমের অনলে দগ্ধ মন
অভিমান ছিল?
তবে কেন ভাসালে অকূলে?
ব্যাথার মাঝেও ভেসে আসে কানে তোমার পদধ্বনি
আজও খুঁজে বেড়াই ভিড়ের মাঝে
দূরে ওই নীল আকাশে
লক্ষ লক্ষ তারার ভিড়ে ,
পুনর্জন্ম পেলে একবার ফিরে এসো
শুধু আমার কাছে,
অপেক্ষায় আছি
এক অন্তহীন অপেক্ষায়।