চাবুকের ছেড়া দড়িটা যত্ন করে গুছিয়ে রেখো
সলতে পাকাতে কাজে লাগবে
দগদগে ঘায়ে প্রলেপ লাগানোটা,
একটু বেশি আদিখ্যেতা নয়তো?
দরকার নেই কামিজের নীচে লুকিয়ে ফেলেছি!
শুধু লবণের কৌটাটা একটু দূরেই রেখো!
বাতাসেরও ও গতি আছে
যদি পথ ভুলে যায়।
এখনও ফ্যালফ্যাল করে ভাবি
আমি কি সত্যিই আস্তিনের সাপ?
তবে ফণা কৈ?
বিষের জ্বালা বা অনুভব করিনি কেন?
মার খেলে নাকি বেশি বেশি খিদে পায়
আমারও বড্ড খিদে পেয়েছে
হাঁড়িতে একমুঠো চাল সেদ্ধ করে নিই
নুন দিয়ে খেলে বল পাবো গতরে
কি জানি আগামীতে কি লেখা আছে নসিবে!!