শতাব্দী পুরোনো কাদা মাটির হ্যাংলা বীজ  
বহু অমলিন স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে
অন্তিম ক্ষণ,আভুষিত অনাদরের অলংকারে
বার্ধক্যে চুরমার বেপরোয়া সব অঙ্গপতঙ্গ।


যৌবনের দিনে ভিন্ন নতুন স্বাদের
পিঁপড়ে মাখা গুড়ের সন্দেশ,বুকের উপর দিয়ে
হন হন করে নিয়ে চলে গেছে স্বপ্নের ফেরিওয়ালা,
ড্যাবড্যাবে চোখে সে দৃশ্য বহুবার
চেটেপুটে খেয়েছে ছেলে ছোকরাদের দল।


এমন করেই অজান্তে কেটে যায় কয়েক যুগ
বুকের মাঝে চাপা রংচটা ঘোলাটে মলিন স্মৃতি
পিপাসিত মন, শরীরে লেপ্টে রক্তকরবীর ছাপ।


আরশির বিম্বে আঁকা আঁকিবুকি শৈশব কাল
উপরে আদুরে আকাশ, শরীরে পাথুরে মাটির দাগ
খালি পায়ে হেঁটে গেছে কতই না গেঁয়ো বধূ
ঘোমটা টানা নতুন বধূর লজ্জার ছাপ এখনও জলজ্যান্ত
যৌবন ফিরে আসে না বুঝি বারবার!!


এইতো সবেই, গায়ে মেখেছে স্নো পাউডার
নতুন বধূর মত আলতা পড়েছে পায়ে
শরীরে চাকচিক্যে জৌলুস
তবুও হ্যাংলা ব্রীজ আর হাসে না।।