হারানো সে দিনগুলো
ফিরে পেতে খুব ইচ্ছে করে,
প্রদীপের সেই মৃদু আলো
খুব মনে পড়ে,
সে আলোয় আনমনে নিশ্চুপে
দেখতাম নিজের ছায়া খুঁটিয়ে খুঁটিয়ে
তার আলোয় সারাটি বাল্যকাল কেটেছে হেসেখেলে
কি করি ঝলমলে বৈদ্যুতিক বাতির
যে আলোয় নিজের প্রতিচ্ছায়াও অচেনা লাগে।