মধ্যরাতে পাগল কুকুরগুলোর মড়াকান্না
ভবিষ্যতের প্রলয়ের সংকেত কিনা এখনও তর্কের বিষয়
শুকুনদের ক্রমাগত সংখ্যার হ্রাস
কম বেশি সমাজের প্রতি বিরূপ প্রভাব ফেলবে,
শুনেই হেসে লুটোপুটি একদল আলোচক।
আচ্ছা প্রাপ্তবয়স্ক ইচ্ছেগুলোকে কি নির্জীবিকরণ করা যায় না?
এক অবোধের ছাতার ফুটো দিয়ে
পৃথিবী দেখার সাধ সেই ছোট্টবেলা থেকেই
দূরবীনের অভাব অনুভব করেনি সে।
চাঁদসদাগরের অনেক অপূর্ণ ইচ্ছেই
অনাদরে উড়ে যায় সাদা মেঘের ভেলায়
আলোর রোশনাই-এ সেজেছে সমস্ত রাস্তাঘাট
দ্রৌপদীর বস্ত্রহরণের নাটক মঞ্চস্থ হবে কিছু পরেই
দলে দলে দুর্যোধনদের জমায়েত হচ্ছে প্রাঙ্গণে
চালকের আসনে আসীন শকুনি মিটিমিটি হাসে।