পূবের আকাশটা ফর্সা হয়েছে কিছু আগেই
দখিনা জানালার ওপারের মুখখানি এখনও অদেখা
এক ঝিলমিল রোদ্দুর-মাখা দিনের গোধূলি লগ্নে
বন্ধ হয়েছিল ওপারের কপাট, ভাবিনি চিরতরে।


অভিমানী ঢেউয়ে প্লাবিত হৃদয় মোহনা
শুকিয়ে গেছে ক্ষতবিক্ষত মনের লাবণ্য
আকাশ ছোঁয়া স্বপ্নগুলো ক্লান্ত
সম্পর্কে সাময়িক বিরতি না পূর্ণ বিরাম?


সেদিনও ছিল আকাশ চুঁইয়ে পড়া ভালবাসা
ইঙ্গিতে কথাবার্তায় ম-ম চারপাশ,
চোখ বুঁজে উপভোগ করি সে সব হারানো পল
হৃদয়ের দহনে অনুভূতিগুলি দিব্যি চলে যায় দূরে।


কুয়াশার চাদরে ঢাকা একাকি শূন্যতা
বৃষ্টি ভেজা মায়াবী উষ্ণতা এখন অতীত
উথাল পাথাল ঢেউ আর খেলে না মনে
জ্যোৎস্না স্নাত রাতে আর ফোটে না শিউলি ফুল।


আলপনার স্মৃতিতে শুধু এবড়ো খেবড়ো দাগ
বিনিদ্র হেঁয়ালিপনায় ফ্যাকাসে রঙের ছিটেফোঁটা
স্বপ্নবিলাসী অনুরাগ জুড়ে শুধু ব্যার্থ প্রেমের দীর্ঘশ্বাস
না!! জানালার ওপাশের মুখখানি এখনও ওদেখা।