যেদিন গরীব ছিলাম
ছিল মনে আকাশভরা খুশি আর খুশি
গরিবি এখন অস্ত পছিমের আকাশে
আশেপাশে এত ঐশ্বর্যের মেলা
তবুও আজ বিষণ্ণ মন
চারিদিক শুধুই খাঁ-খাঁ আর শূন্য  
খুশিগুলো যেন হারিয়েছে নির্জনে।


যেদিন গরীব ছিলাম
ছিল মনে অফুরান ভালবাসা  
মায়ের পরশ বুলানো হাতের নরম স্পর্শে
অঘোরে ঘুমিয়ে যেতাম নিমিষে
মায়ের স্নেহের আঁচল তলে
ছেঁড়া-ফাটা শক্ত মাদুরে।

ছিল না কোনও ভেদাভেদ ভাই ভাইয়ের মাঝে
ছিল অন্নের অভাব, শুধুই অভাব আর অভাবের দীর্ঘ তালিকা
কিন্তু ছিল অভাব অনন্ত সাহসের ভাণ্ডারের
ছিল একতার বল।

আজ আমিরীর সুগন্ধে সুগন্ধিত মন
কিন্তু খুশিগুলো ফ্যাকাসে
ভালোই ছিল কষ্টের দিনগুলো
থেকেছি মিলেমিশে একপ্রাণ হয়ে
আজ আমিরী চেয়েছে মনে
তাই তো আজ সকলের চাই
আলাদা আলাদা বাসস্থান।