নিরাশার অন্ধকারে তুচ্ছ প্রাণ
হারিয়ে গেছে রূপকথার গল্পগুলো
যেও না তুমি, এটুকুই অভিলাষা
ভাঙা আয়নায় দেখা মুখ, বিকৃত লাগে
এলোমেলো ভাবনাগুলো পেখম মেলেছে
ভোঁ কাটা ঘুড়ির অবশেষ সুতোখানি
অনাদরে পরে ধরিণী তলে।


কিছু স্বপ্ন বেঁচে মূলধন রাখব নিপাট খাঁজে
জীবনের চরম পরিহাস এখন দূরে অপেক্ষায়
অগাছালো মন, হৃদয়ে ঝরা বসন্ত
কংক্রিটে মোড়া রূঢ়তার মিশ্রণে শক্ত হৃদয়
ভেঙে খানখান হবে না , কথা দিচ্ছি না ।


বিদায়ের বারতায় ক্ষুণ্ন মন,
কত বাজবে আর বিদায়ের ঘন্টা
কত স্মৃতি লুকিয়ে রাখবো হৃদয় ইতিহাসে
তুফান বাতি নিভিয়ে দিলে ক্ষতি কি?


উপকূলে ঝড়ের কবলে পড়েছে আমিত্ব
সাহায্যের আশ্বাস, শুধু প্রহসন আর পাগলামি
অবুঝ মনকে ছেলে ভুলানো আর কি?


কম্পিত হাতের আঁকা ক্যানভাসে বিবর্ণের ছোঁয়া
হারানো ইচ্ছে গুলো মৃতপ্রায়, জড়িয়ে আষ্টেপৃষ্ঠে
সঙ্গী শুধু আমি আর আমার একলা বাতায়ন।।