ভোঁ কাট্টা উৎফুল্লতার ঘুড়ি
আটকে গেছে গাছের মগডালে
একে-একে নানান রঙের স্বপ্নমাখা মুখ
ভিড় করে আকাশের বুকে।


সাদা কালো বিড়াল মুখো হাঙরের
ঝাপটানিতে জলেফোঁটা সূর্যের আলো চির-চির
খুঁজে বেড়াই পাতালের সোজা পথ
মর্গে ঢের জমেছে রংবেরঙের লাশ।


সাদৃশ্যগত দোষে নষ্ট হয়ে গেছে
বাক্স ভর্তি কাড়ি কাড়ি টাকা
সাবধানী পায়ের খসখসে শব্দে
আগুন নেভানোর তোড়জোড় শুরু।


পৃথিবীর মায়া ত্যাগ করে
একেবারেই নির্ধারিত সময়ে উদ্বাস্তু শরীর,
ধুর্তের মত বিলীন মানব অভিজ্ঞতালোকে
সম্পূর্ণ খালি হাতে একাকী।