খয়েরি চিন্তাধারা
সাথি অহেতুক ভাবনা
লোভে পড়ে বিলুপ্তির পথে ধূসর মন
ঢেউয়ের মগ্নতায় নির্জনে ঠোঁট কামড়ায়
চিবুক বেয়ে চুয়ে যায় বিন্দু বিন্দু ঘাম
প্লাবিত কুয়াশার মিনার
অতি প্রাণবন্ততা বিব্রতকর জানি
মরণের মধুমোহে ধ্বংসের সারগ্রাম
খুঁটে খুঁটে ত্বকে গ্রহণের কালো দাগ,
অল্প ঝাঁকুনিতেই চূর্ণ বিচূর্ণ কাঁচ
প্রতিটি প্রতিবিম্বে মার্কামারা সেই ফাজিল হাঁসি।


বেড়ালকান্নায় লাভ আছে কি?
হাড়ির গল্পগুলো জমিয়ে শোনাবো অন্যদিন।।