কল্পনার দড়িখানি ফাঁসির দাবিতে
ধর্ণায় বসেছে হত্যে দিয়ে
কিছু উৎসুক, আনন্দে আত্মহারা
পরম্পরার দড়ির বাঁধনে বাঁধা জীবনে
ভুল আর ঠিকের মাঝে ব্যবধান সামান্যই
কড়িকাঠে যে দড়ি আটকে ছিল
অন্ততঃ তার কোন নেই সাক্ষ্য-প্রমাণ
বেফাঁস মন্তব্যের জোরে
ফাঁস হয়ে গেছে সব গোপন
প্রতিবিম্বের মত স্বচ্ছ সবকিছুই
তবুও বিতর্ক পিছুটানহীন
অকাল প্রয়াণের মত ঘটনাগুলো
ঘটেই চলেছে নিত্যদিন
কিংকর্তব্যবিমূঢ় কল্পনার দড়িখানি
স্বাভাবিক ছিল না শেষ সময়টুকু
কিন্তু যবনিকা আত্বহত্যা ছিল না ফাঁসি,
সে বিতর্কে জড়িয়ে লাভ কি?