চিত্রনাট্যের যবনিকা সন্নিকটে
ধীরে ধীরে জলের মতো স্বচ্ছ,
পর্দার ওপারের কাহিনী।
সত্য-মিথ্যার ব্যবধান ক্রমেই সংকুচিত,
অন্ধকারময় জীবনের বাস্তবিকতা একেবারেই সম্মুখে
কেউ তো রয়ে যায় পেছনে
কেউ বা এগিয়ে যায় সামনে
কেউ বা হারিয়ে যায় অকালে
কেউ বা আবার শক্ত বাঁধনের আগলে।
ক্রমবর্ধমান অহং-এর লড়াইয়ে,
সাথী ছোট্ট ছোট্ট অম্ল-মধুর স্মৃতি
অর্জিত হয়েছে যা খুব সামান্যই
সেজন্যই গর্বিত, ভাবাটা মুর্খামি
বিনা স্বার্থের অসম বৃত্তান্তই
একদিন লেখা হবে স্বর্ণাক্ষরে
ছোট্ট জীবন, স্বল্প তার পরিধি
কর্মই পূজা, কর্মই ইবাদত জীবনের মূলমন্ত্র
কর্মই অমরত্বের আসল চাবিকাঠি
আর ভাবনা কি?